দক্ষিণ রাউজানে সনাতনী সংগঠনদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভা

36

ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫ তম জন্মতিথি উপলক্ষে দক্ষিণ রাউজানে সনাতনী সংগঠনদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভা গত শুক্রবার দুপুরে বাগোয়ানের পশ্চিম গশ্চি নূর জাহান পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভা কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত। এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী। রাউজান উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাসের সভাপতিত্বে, ছাত্রনেতা ও সংগঠক রুবেল বৈদ্যে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সনজীবন চৌধুরী, মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সত্যজিৎ পালিত, সুজিত দাশ মিন্টু, অনুপম দাশগুপ্ত, প্রকৌশলী স্বরূপ বিকাশ ভট্টাচার্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে, সুশীল দাশ মেম্বার, অমল বিন্দু মহাজন, দীপক দাশগুপ্ত, দুলাল দাশগুপ্ত, ধনা মালাকার, সুভাষ কান্তি দে, তপন কৃষ্ণ ঘোষ, বিশ্বজিৎ চৌধুরী, অজিত বিশ্বাস মেম্বার, কমল চক্রবর্তী মেম্বার, উজ্জ্বল দাশগুপ্ত, টিটু তালুকদার, খোকন চন্দ্র সেন, উদয় দত্ত অর্ক মেম্বার, চম্পক মিত্র মেম্বার, অলক দাশগুপ্ত।
বক্তব্য দেন নয়ন বসাক, শিদ্ধার্থ চৌধুরী বাবু, শ্যামল বিশ্বাস, বাবু ধর, পিন্টু বিশ্বাস, সনজিত বৈদ্য পিন্টু, কাজল চক্রবর্তী, রনজিত চৌধুরী, বিকাশ বিশ্বাস, পরিতোষ বৈদ্য, প্রণব দাশ, অমিত ঘোষ রাজু, দীলিপ কুমার দে, রিটন দে, বটন চৌধুরী, পংকজ ভট্টাচার্য্য, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, উজ্জ্বল দত্ত, রুবেল দাশ গুপ্ত, এডভোকেট দিশু কান্তি দে, মিসেস রিনা দত্ত, অধ্যাপক বাদল কিশোর দাশ, এডভোকেট সৌমিত্র ভট্টাচার্য্য, পন্ডিত লাভলু পারিয়াল, মতিলাল চক্রবর্তী, অশোক বনিক, মতিলাল দাশ, শ্যামল শ্যাম, সমীর সরকার, শ্রীকান্ত চৌধুরী, তুহিন গুহ, অমিত দাশগুপ্ত, মিঠুন দে, নিশান চৌধুরী, কিশান ঘোষ, অনিক দাশগুপ্ত, দীপক গুপ্ত, পিপলু নাথ, সজল দাশ, রাখেশ সরকার, সাজীব দে সাজু, প্রবাল কর, বিটু কান্তি দে, চন্দন আইস, রুবেল ঘোষ।