দক্ষিণ ভূর্ষি নারায়ণ বাড়ি পরিচালনা সংসদ গঠিত

24

 

পটিয়ার দক্ষিণ ভূর্ষি শ্রীশ্রী নারায়ণ বাড়ি পরিচালনা সংসদের বার্ষিক সাধারণ সভা ৬ আগস্ট সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ কুমার দে এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সঞ্জয় মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। বক্তব্য দেন কেলিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে, ডা.তপন কুমার দে, দেবতোষ চক্রবর্ত্তী বাপ্পু, শম্ভু সেন, ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউপি সদস্য চন্দ্রনাথ দে, ইউপি সদস্য অজিত কুমার নাথ, সাবেক সভাপতি পিন্টু কুমার মিত্র, অজিত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কুমার দে মন্টু, সাবেক সাধারণ সম্পাদক সুমন দে। সভার শুরুতে গীতা পাঠ করেন সঞ্জীব শীল। স্বাগত বক্তব্য ও বিগত মেয়াদের (২০১৯-২০২১) হিসাব পেশ করেন রানা সিংহ। সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ মেয়াদে বর্তমান সভাপতি বিদ্যুৎ কুমার দে’কে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক রানা সিংহকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অমলেন্দু সিকদার, বিষ্ণুপদ দে, নিখিল বরণ চৌধুরী, মৃণাল দে তপু, শিক্ষক শুভাশীষ দে বাবলা, দেবব্রত দে বাপ্পী, অনুরাগ দে টিপু, দক্ষিণ ভূর্ষি কিশোর সমাজ কল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক শুভ দে মিলু, অলোকময় দে রুবেল, বসুলাল দে, রাকেশ মিত্র, সুব্রত মিত্র, সুব্রত দে, কৈলাস দে, জয় দত্ত, তন্ময় দে সনেট, অন্তু দে রাসেল, টুটুল দে, আকাশ দে, বিজয় ঘোষ, অলকময় দে, চন্দন দে, জয়ন্ত মিত্র, অজয় সিংহ নয়ন, বিজয় মিত্র, জয়ন্ত দে, প্রিয়ন্ত দে, বিশ্বনাথ সেন, দীলিপ সেন, কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘের সভাপতি কিশোর দে শাপলু, সাধারণ সম্পাদক রাব্বি সেন, অভিজিৎ দাশ, লিটন দে, সুধীর সেন জুলু। বিজ্ঞপ্তি