দক্ষিণ ভূর্ষি কিশোর সমাজকল্যাণ পাঠাগারের কমিটি

16

পটিয়ার দক্ষিণ ভূর্ষি কিশোর সমাজকল্যাণ পাঠাগারের বার্ষিক সাধারণ সভা গত ১৮ জুন কেচিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি বিপ্লব চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাধারণ সম্পাদক মিন্টু দে মন্টু। বক্তব্য দেন শম্ভু সেন, বিদ্যুৎ কুমার দে, মৃণাল দে তপু, নিখিল বরণ চৌধুরী, শিক্ষক শুভাশীষ দে বাবলা, পাঠাগারের সাবেক সভাপতি ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন দে, শুভ দে মিলু, বসুলাল দে, তন্ময় দে সনেট। উপস্থিত ছিলেন প্রদীপ দে, আশীষ মহাজন, অলোকময় দে রুবেল, গৌবিন্দ দে, বাসুদেব মহাজন, সান্টু মিত্র, পলাশ দে, রুবেল মিত্র বাবু, নেপাল দে, অমর দে, সুব্রত দে, টিপু দে, শ্রীকান্ত দে সোহাগ, উজ্জ্বল দে, অন্তু দে রাসেল, জয়ন্ত দে, বিজয় ঘোষ, রাসেল দে, সুদীপ দে, ঝুন্টু দে, ঝুমুর দে, কৈলাস দে, আকাশ দে, সন্তু দে, প্রিয়ন্ত দে, অমিত দে, কৃষ্ণ দে প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক শিপুল কুমার দে-কে সভাপতি ও শুভ দে মিলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সভায় ১৫ দিনের মধ্যে তিন বছর মেয়াদে (২০২১-২০২৪) পাঠাগারের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি