দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা মহল্লা কমিটির অভিষেক

35

গত ৫ মার্চ বৃহস্পতিবার, দক্ষিণ বাদুরতলা ও কাপাসগোলা (আংশিক) মহল্লা কমিটির (২০২০-২০২১)সালের নির্বাচিত কার্যকরি পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরানের অংশবিশেষ পাঠ করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো:ইউছুফ মিয়া। কমিটির নব নির্বাচিত সভাপতি ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে সম্পন্ন্ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) চট্টগ্রাম মো: নুরুল আলম নিজামী। উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য (প্রস্তাবিত) ড. মো: আবুল কাশেম। সভাপতি অভ্যাগত ও সমাবেশে উপস্থিত মহল্লাবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স¦াগত বক্তব্য রাখার পর প্রধান অতিথি নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং পাঠ শেষে তিনি অভিষিক্ত ব্যাক্তিবর্গ সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও সমবেত জনতার উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান সামাজিক, রাজনৈতিক অস্থিরতা ও অবক্ষয় রোধে মহল্লা কমিটির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাধারণ সম্পাদক আলহাজ হারুনুর রশিদ জাসেদ মাদকাসক্তি, সন্ত্রাস, চাঁদাবাজী, ইভটিজিংয়ের বিরুদ্বে কমিটির দৃঢ়অবস্থানের প্রত্যয় ব্যক্ত করেন। সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম মহল্লা কমিটির সামনের দিনের কর্মসূচীসমূহ তুলে ধরেন। আমন্ত্রিত অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর স্ঈায়্যেদ গোলাম হায়দার মিন্টু, সৈয়দ মো: ঈছা ও আমিরুল ইসলাম রতন । কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম, মশিউর রহমান কাঞ্চু, মো: আবু ইউছুফ, এড.আবু বকর তালুকদার, আজহারুল ইসলাম রুবেল, মো: ইউছুফ খাদেম, মো: ইলিয়াছ, মহিউদ্দিন সুন্দর, মো: আলমগীর কোং, আমিনুর রহমান, সাজ্জাদুর রহমান হিরু, আব্দুর রাজ্জাক, মো: জামাল প্রমুখ । অনুষ্ঠান সঞ্চলনা করেন কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: জুনাইদ আলী। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি