দক্ষিণ পাহাড়তলীতে হাজারো কণ্ঠে গীতাপাঠ

10

বাগীশিক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড সংসদের আয়োজনে স্বর্গীয় সনাতনী গুণীজনদের স্মৃতি স্মরণে দক্ষিণ পাহাড়তলীতে হাজারো ভক্ত ও শিক্ষার্থীর অংশগ্রহণে গীতা পাঠ, গুণীজন সংবর্ধনা ও সংগীতাঞ্জলি অনুষ্ঠান গত শুক্রবার রামঠাকুর ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুর্গাপদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন এডভোকেট তপন কান্তি দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন প্রণব কুমার সাহা (বাবলু)। উদ্বোধক ছিলেন লায়ন কৈলাশ বিহারী সেন। প্রধান অতিথি ছিলেন নির্মল কান্তি দেব। প্রধান বক্তা ছিলেন ডা. অঞ্জন কুমার দাশ। উত্তম কেদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সুশান্ত ধর। শুভেচ্ছা বক্তব্য দেন তন্ময় আইচ। অতিথি ছিলেন মৃণাল কান্তি সূত্রধর, চসিক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা প্রকৌশলী ঝুলন কুমার দাশ। অতিথি ছিলেন লায়ন প্রদীপ চক্রবর্তী ও জুয়েল মহাজন, বিপ্লব কুমার চৌধুরী, উজ্জ্বল কুমার দেওয়ানজী, নারায়ণ গোস্বামী, চন্দন নাথ, নবকুমার গুপ্ত, শিমুল দে। সংবর্ধিত অতিথি ছিলেন শুভাশীষ চৌধুরী, শিবু দাশ, নিকু কুমার শীল, শ্রীপাদ গঙ্গাপদ গোস্বামী। বিজ্ঞপ্তি