দক্ষিণ পাহাড়তলীতে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

26

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর জঙ্গল দক্ষিণ পাহাড়তলী এলাকায় ফুটবল খেলে বাসায় ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে স্থানীয় কয়েকজন উশৃঙ্খল যুবক। গুরুতর আহত ওই যুবকের নাম তোতা মিয়া (২১)।
গত শনিবার সন্ধ্যায় স্থানীয় ভাটিয়ারি ৩ নম্বর বাজারের হামজা কলোনীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তোতার বড় ভাই শফিকুল ইসলাম। আহত তোতা মিয়া ময়মনসিংহ জেলার মৃত শাহেদ আলীর ছেলে। বর্তমানে চাকরির সুবাদে চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ভাটিয়ারী ৩ নম্বর বাজারের হামজা কলোনীতে পরিবার-পরিজনের সাথে বসবাস করে।
তোতা মিয়ার বড় ভাই শফিফুল ইসলাম জানান, আমার ছোট ভাই তোতা সন্ধ্যার সময় ফুটবল খেলে বাসায় ফিরছিলো। সেই সময় রাস্তা থেকে বেঁধে একটি ঘরে নিয়ে ২ ঘণ্টা ধরে তাকে মারধর করে। এসময় সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভাঙতে গেলে তোতাকে ছেড়ে দেয় তারা।
আহত তোতা মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে চুরির অপবাদ দিয়ে স্থানীয় সেলিম, মনির, রাকিব, রাসেলসহ মোট ৬ জন মিলে আমাকে মারধর করে। আমি তাদের বলেছিলাম আমি চুরি করিনি। এরপরেও তারা আমাকে বেঁধে পিটিয়েছে। ছুরি দিয়ে জখম করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, তোতা মিয়াকে গতকাল (শনিবার) রাত ১০ টার দিকে মেডিকেলে আনেন কয়েকজন ব্যক্তি। বর্তমানে তাকে ইমার্জেন্সি বিভাগের ৭ নম্বর বেডে রাখা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে আমি শুনেছি। আহত যুবকের পরিবারের সাথে আমার কথা হয়েছে। তারা এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে যথাযথ আইনী পদক্ষেপ নেবো।