দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা

33

 

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকাল ৩টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্ববায়ক আবু সুফিয়ান’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বার বার জাতির প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন। দেশপ্রেমিক, সজ্জন, কর্মবীর, স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদান ও নিজ কর্মগুণে মানুষের মাঝে শহীদ জিয়া আজীবন বেঁচে থাকবে। আলোচনা সভা শেষে বাদ আসর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, এড. ইফতেখার মহসিন, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দিন, হাজী ইসহাক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিফার, এড. কাশেম চৌধুরী, এড. ফৌজুল আমিন, মোজাম্মেল হক, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, বিএনপি নেতা আবুল কালাম আবু, হারুন উর রশিদ, রফিক ডিলার, মাঈনুদ্দীন মো. জাহেদ, জেলা ওলামা দলের আহŸায়ক মাওলানা মুহাম্মদ ফোরকান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন সুমন, সহ-সাধারণ সম্পাদক গাজী ফোরকান সহ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি