দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উদ্যাপন

37

স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গতকাল বিকাল ৩টায় দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ নয় বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে যিনি আপোষহীন সংগ্রামে লিপ্ত ছিলেন আজকের এই দিনটিতে সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের রোষানলে কারাগারে বন্দি। স্বৈরাচার পতন দিবসে আমাদের শপথ হবে বর্তমান স্বৈরাচার সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।
সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, এরশাদের চেয়েও বড় স্বৈরাচারী সরকার আজকে জগদল পাথরের ন্যায় বসে আছে। এই স্বৈরাচারী সরকারের পতনের লক্ষ্যে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আলী আব্বাস, সদস্য এনামুল হক এনাম, মোশারফ হোসেন, বদরুল খায়ের, নুরুল আনোয়ার, এড. ফোরকান, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, এড. নুরুল ইসলাম, এড. ফৌজুল আমিন, ভিপি মোজাম্মেল, লায়ন হেলাল উদ্দিন, হাজী রফিক, নুরুল কবির, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়াউদ্দিন আশফাক, সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিন, এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, মহিলা দল নেত্রী জান্নাতুল নাঈম রিকু, আফরোজা বেগম জলি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক কেএম আব্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি