দক্ষিণ জেলা জাপার কমিটি অনুমোদন

57

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। জাপার চেয়ারম্যান জিএম কাদের এমপি ও পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙার সুপারিশক্রমে দক্ষিণ জেলা জাপার ১১১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহবায়ক করা হয়েছে পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল আলম মাস্টার। যুগ্ম আহবায়ক যথাক্রমে- আমান উল্লাহ আমান, আবদুস ছাক্তার রনি, মো. মিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, আবু বক্কর সিদ্দিকী, আবদুল গফুর চৌধুরী, কাজী ইসমাইল আজাদ, জসিমুল আনোয়ার খান, নুরুল ইসলাম কমিশনার, আজিজ মিয়া চৌধুরী, আলী আকবর চেয়ারম্যান, সদস্য সচিব নুরুচফা সরকার। ১ নং সদস্য সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, আবদুর রউফ চৌধুরী টিপু, আমিনুর রশিদ চেয়ারম্যান, কাজী মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, সুজন দে, দিদারুল আলম ফজু, এস এম মুহিত, কাজী খোরশেদ আলম, ইব্রাহিম আল হোসাইনী, নজরুল ইসলাম চৌধুরী, সোনা মিয়া চৌধুরী।দক্ষিণ জেলা জাপার আহবায়ক শামসুল আলম মাস্টার পূর্ণাঙ্গ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।
পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ দক্ষিণ জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়েছেন। তৃণমূল জাতীয় পার্টিকে শক্তিশালী করতে জেলা জাপা এবার ভ‚মিকা রাখবে বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর পটিয়া উপজেলার শান্তিরহাটে জেলা জাপার একাংশের আহবায়ক নুরুচ্ছফা সরকার ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টারের অনুসারীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় নুরুচ্ছফা সরকারের অনুসারীদের প্রতিনিধি সম্মেলন পÐ হয়ে যায়