দক্ষিণ জেলা ছাত্রদলের র‌্যালি ও সভা

45

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হায়দার চৌধুরী’র সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা ছাত্রদলের আহŸায়ক মহসিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনির, আনোয়ারা উপজেলা ছাত্রদল সভাপতি জিয়াউল কাদের জিয়া, সাতকানিয়া সভাপতি মো. নাজিম উদ্দিন, চন্দনাইশ সভাপতি তরিকুল ইসলাম টুটুল, বাঁশখালী সভাপতি আবদুল আলিম, কর্ণফুলী সভাপতি কায়সার চৌধুরী, কর্ণফুলী সাধারণ সম্পাদক মো. ফারুক, মিজানুর রহমান সিকদার, আলমগীর তালুকদার, জিয়াউল হাসান হোসাইনী, ওসমান গণি মুজাহিদ, নুরুল ইসলাম, জেলা ছাত্রদল আহŸায়ক কমিটির সাবেক সদস্য এম হান্নান রহিম তালুকদার, সাজ্জাদ হোসেন বাবর, মো. আরিফ, মোরশেদ আলী, ইমন শাহ্, সাদ্দাম হোসেন, এ এম তারেক রহমান, তৌহিদুল ইসলাম তৌহিদ, মো. রিয়াজ, ইরফান, আশরাফ, ইলিয়াছ, ওমর ফারুক, মামুন, এহসান, সরোয়ার, জিসান, হানিফ, সোহান, লাভু, শাকিল, রিয়াদ, খালেক, মেহেরাব, সাকিব, লোকমান, রমজান, হানিফ চৌধুরী, শাহাজান, দিলদার, তোসেফুল ইসলাম, হিরু, টিটু, কায়েস, আজিম, আব্বাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। দেশের যে কোন সংকটে জাতীয়তাবাদী ছাত্রদলের রয়েছে বলিষ্ঠ ভূমিকা। আজকে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গিকারবদ্ধ হতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজপথে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে কারামুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি