দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ খালেদা জিয়ার মুক্তি দাবি

35

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে ও মুক্তির দাবিতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে শহীদুল আলম শহীদ বলেন, দেশের সর্বোচ্চ আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ায় দেশবাসী হতাশ। সরকার বেগম জিয়ার জামিন আতংকে ভীত, তাই বারবার বেগম জিয়ার জামিন বাধাগ্রস্থ হচ্ছে। দেশের শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে নানান প্রকার টালবাহনা অথচ তিনি ৭৪ বছর বয়স্ক, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিন তাঁর হক বলে দেশবাসী মনে করে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিন।
এসময় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কে.এম আব্বাস। মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন-সাব্বির আহমদ, মো. হাসান, নিজাম উদ্দিন, মো. রাসেল, সালাউদ্দিন জাহেদ, আব্দুল মন্নান হৃদয়, মনছুর আলম, আমান উল্লাহ বাবু, আফছার উদ্দিন সিকদার, মোরশেদ হাসান, দিদারুল আলম, এম মনছুর আলম, রবিউল হোসেন, বাকি বিল্লাহ চৌধুরী, মো. আলমগীর, শওকত বাপ্পি, সাইফুল হাসান নান্টু, মো. নেজাম সিকদার, আফছার সিকদার, মো. আরমান, মো. শফিউল, চৌধুরী ছোটন, মো. সাইফুল, মো. ইসফাক মাহমুদ, মিজানুর রহমান, মো. ফজলুল, মো. অভি, নাছির ইসলাম, তাজুল ইসলাম, মো. আরকান, মো. ইলিয়াছ আলী, কে এম হৃদয়, অয়ন চৌধুরী, মো. সৌরভ, মো. শাহাদাত হোসাইন, রবিউল হোসেন, মো. সায়েম, মো. তারেক, এনামুল হক, মো. মাঈনুদ্দিন, চৌধুরী আসিফ, গাজী রিফাত, ছিদ্দিক আজাদ, মো. জাহেদ, মো. হাসান, মো. হারুন, রাকিব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি