দক্ষিণ চান্দগাঁও গাউসিয়া কমিটির ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ

20

গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ চান্দগাঁও মডেল শাখার ব্যবস্থাপনায় মাহে রমজানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার-সাহরি সামগ্রী বিতরণ গতকাল নগরীর বহদ্দারহাটস্থ আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩ শতাধিক গরীব-দুঃস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১৫ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, চলমান করোনা মহামারীর ক্রান্তিকালে গত বছরের মার্চ মাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে করোনায় মৃত কাফন-দাফন-সৎকার, রোগী সেবার জন্যে ফ্রি অক্সিজেন ও এম্বুল্যান্স সার্ভিস, ভ্রাম্যমাণ করোনা সনাক্তকরণ স্যাম্পল কালেকশন বুথসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। গতবছর লকডাউনের শুরুতে দেশের লক্ষাধিক পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ বছরও লকডাউনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী শাখা কমিটি দেশের প্রত্যন্ত এলাকায় দেড় লক্ষাধিক পরিবারের মাঝে জরুরি খাবার সামগ্রী পৌঁছে দেয়ার কাজে নিয়োজিত রয়েছে।
উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, করোনা রোগী সেবা ও মৃতদেহ কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। দক্ষিণ চান্দগাঁও গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ হাসান খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, তছকির আহমদ, মুহাম্মদ আবদুল্লাহ, মুহাম্মদ মনির উদ্দীন সোহেল, মোহাম্মদ ইলিয়াস আলকাদেরী, আহসান হাবীব চৌধুরী হাসান, এরশাদ খতিবী, মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ জালাল উদ্দিন মানিক, মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, নুর মোহাম্মদ, খায়র মোহাম্মদ, মোহাম্মদ জাহেদ, নুরুল ইসলাম সাগর, মোহাম্মদ মহিউদ্দিন, নুরুল হক মানিক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ জসিম, মাওলানা ইদ্রিস চৌধুরী, মাওলানা মুহাম্মদ মহসিন, মোহাম্মদ নাছের, মোহাম্মদ নুরুল ইসলাম বাবু, মোস্তাফিজুর রহমান শহীদ, মুহাম্মদ জাহেদুল ইসলাম মামুন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ আবদুল মালেক, সাইফুল করিম বাপ্পা, মোহাম্মদ মারূফ, মোহাম্মদ শাওন, মোহাম্মদ অপি সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে তিন শতাধিক পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি