দক্ষিণ চট্টগ্রামে করোনা পরীক্ষাগার চান মোছলেম

10

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যে কোন একটি উপজেলায় আলাদা করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের মাধ্যমে এই আবেদন প্রধানমন্ত্রী বরাবর পাঠান। গত ৪ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে চট্টগ্রামেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৮টি উপজেলায় করোনা রোগী শনাক্তকরনে শুধুমাত্র নমুনা সংগ্রহ করা হয় এবং তা পরীক্ষা করার জন্য পাঠানো হয় চট্টগ্রাম শহর বা অন্য কোথাও। কিন্তু দক্ষিণ চট্টগ্রামে করোনা ল্যাব না থাকায় করোনা রিপোর্ট হাতে পেতে সময় লাগছে ২ থেকে ৩ দিন বা আরো বেশি। এতে করে একদিকে রোগীর চিকিৎসা নিতে যেমন দেরি হচ্ছে, অন্যদিকে রোগীর সংস্পর্শে এসে অন্যদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। করোনা পরীক্ষার ফলাফল, নমুনা সংগ্রহের এক দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়ে বলেন, চট্টগ্রামের দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী অথবা ৮ উপজেলার যে কোন উপজেলায় একটি করোনা পরীক্ষার ল্যাব স্থাপন করা হলে এবং একদিনে রিপোর্ট প্রদান করা গেলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ উপকৃত হবে। করোনা সংক্রমনের হার অনেকাংশে কমে আসবে বলে মন্তব্য করেন। তাই এই অঞ্চলে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহŸান জানিয়েছেন।