দক্ষিণ চট্টগ্রামে উপজেলা নির্বাচন : চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত হবে আজ

86

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আজ। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলাগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এসব উপজেলার সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া পূর্বদেশকে বলেন, শনিবার (আজ) বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করবেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলার সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠানো হয়েছে। এরমধ্যে সাতকানিয়া উপজেলার নির্বাচন পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে। বাকি ছয়টি উপজেলার নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে। ছয়টি উপজেলার মধ্যে বড় ধরনের পরিবর্তন না হলে চারটি উপজেলায় নৌকা প্রতীক কারা পাচ্ছেন তা অনেকটা নিশ্চিত। চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় প্রার্থী নির্ধারণ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এ দুই উপজেলায় প্রার্থী নির্ধারণে শেখ হাসিনা জরিপের পাশাপাশি তৃণমূলের গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীকেই মনোনয়ন দিতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বনফুল গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব, লোহাগাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুল, পটিয়ায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী, বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলমের নাম একক প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে। চন্দনাইশ ও বাঁশখালীতে তিনজন করে প্রার্থীর নাম পাঠানো হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের সাত উপজেলার মধ্যে আনোয়ারা ছাড়া বাকি উপজেলাগুলোতে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা আছে।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বাঁশখালী ও চন্দনাইশ প্রার্থী কে হচ্ছেন তা নিয়ে বিভ্রান্তি আছে। এটা শেখ হাসিনার সিদ্ধান্তের আগ মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগাড়ায় প্রার্থী কারা হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। তবে আনোয়ারা ছাড়া বাকি সবগুলোতে নতুন প্রার্থী আসার সম্ভাবনা বেশি।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান পূর্বদেশকে বলেন, ‘দলের নেতাকর্মীরাই প্রার্থী হউক সেটা আমরা প্রত্যাশা করি। সেটি বিবেচনা করেই আমরা কেন্দ্রের কাছে প্রার্থীদের নাম পাঠিয়েছি। কয়েকটি উপজেলায় প্রার্থী নিয়ে জটিলতা আছে। নেত্রীই এসব উপজেলায় প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দলের প্রয়োজনে নেত্রী যে সিদ্ধান্ত দিবেন আমরা সেটি তৃণমূলে বাস্তবায়ন করবো। দলীয় প্রার্থীদের জয়ী করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’