দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে কম্বল বিতরণ

216

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেছেন, অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে সামাজিক দায়বদ্ধতা থেকে জনপ্রতিনিধিদেরকে হতদরিদ্র এবং শীতার্ত মানুষের পাশে দাড়াতে হবে। গত নগরীর ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং ইউনিট পর্যায়ের গরীব দু:খী ও দু:স্থ মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মানব সেবা একটি মহৎ কাজ। শেখ হাসিনা সরকার গরীব বান্ধব সরকার এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সব সময় দরিদ্র জনগোষ্টির পাশে থাকেন। মমতাময়ী বিশ্বনন্দিত এ রাষ্ট্র প্রধান দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা সব সময় ভাবেন। তাইত তিনি আজ বিশ্বের দরবারে মানবতার জননী হিসেবে পরিচিতি পেয়েছে। চসিক ৪১ টি ওয়ার্ডের দরিদ্র ও শীতার্ত জনগোষ্টির জন্য প্রধানমন্ত্রী ১৩ হাজার কম্ব^ল বরাদ্দ দিয়েছেন। এসব কম্বল গত ডিসেম্বর থেকে নগরীর বিভিনন ওয়ার্ডের নির্বাচিত চসিক কাউন্সিলর অত্র ওয়ার্ড আওয়ামী লীগ ও নগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে বিতরণ শুরু হয়েছে। সভাপতির বক্তব্যে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর আলহাজ এইচ এম সোহেল বলেন, আমি এই ওয়াডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে বর্তমান সিটি মেয়রের মাধ্যমে আমার এলাকায় প্রায় ৩শ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। একসময় আগ্রাবাদ সিডিএ, বেপারীপাড়া, হালিশহর এক্সেস রোড এলাকার মানুষ বছরে প্রায় ৬ মাস পানির সাথে যুদ্ধ করে বসবাস করতো। বিগত ৫ বছর সময়ে আমার এলাকার মানুষ এখন প্রায় জলাবদ্ধতা মুক্ত এবং প্রতিটি রাস্তা পিচ ঢালাই, আর সিসি ঢালাই নালার স্ল্যাব পরিবেষ্টিত হয়েছে। এছাড়া নিজ উদ্যোগে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে অত্র ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য এলাকাবাসির সহযোগিতা নিয়ে কাজ করে আসছি। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হায়দার সবুজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, শাহ আলম হাজী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, আবদুল মজিদ চান্দু, আবদুল হালিম, মাহবুবুর রহমান, মো. নেজাম, আবদুল ওয়াহাব, আবদুল মান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসী, মো. আবু , আবদুল আজিম জনি, মো. ইমতিয়াজ আয়াস, জামিল শরিফ অভি, আশরাফুল আজম সায়েম, রাসেল হোসেন বাবু প্রমুখ। বিজ্ঞপ্তি