দক্ষতামুখী কারিগরিশিক্ষা এ সময়ে বেশি প্রয়োজন

32

কারিগরি শিক্ষার প্রসারে বহুমাত্রিক পদক্ষেপ দ্রুতগতিতে বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার পথে অগ্রসরমান বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শোভন কর্মসংস্থান সৃষ্টিতে পুঁথিগত শিক্ষার চাইতেও দক্ষতামুখী কারিগরি শিক্ষা সর্বাধিক প্রয়োজন। এনআইটি’র দক্ষতামুখী জ্ঞান প্রক্রিয়ায় ইতিবাচক নৈপুণ্যতা দক্ষ জনগোষ্ঠী তৈরীতে ভ‚মিকা রাখছে। দেশের জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনস¤পদে পরিণত করার বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্ন্য়ন) মোঃ নুরুল আলম নিজামী। ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র নবীন বরণ অনুষ্ঠান ২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম নিজামী উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীর মুরাদপুরস্থ এনআইটির কনফারেন্স হলে গত ১ আগষ্ট এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবীব’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক মাহফুজুল হক শাহ, শিক্ষা চিন্তক শামসুদ্দীন শিশির, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, এনআইটি’র পরিচালক নিগার সুলতানা প্রমুখ। এনআইটি’র চেয়ারম্যান আহসান হাবিব বলেন, শিক্ষার্থীদেরকে প্রতিযোগীতামূলক বিশ্বে ঠিকে থাকার উপযোগী হিসাবে গড়ে তোলাই এনআইটি’র লক্ষ্য। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে ব্যক্তিগত জীবন গঠনের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক ও মূল্যবোধ শিক্ষার উপর জোর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন শামসুদ্দীন শিশির। অনুষ্ঠানে মাহফুজুল হক শাহ বলেন, উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে বহু অর্থনৈতিক জোন হচ্ছে, শিল্পকারখানা প্রতিষ্ঠা হবে অগণিত, সেখানে অনেক দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন হবে। এনআইটি সেই কাঙ্খিত জনগোষ্ঠী তৈরি করতে নেতৃত্ব দিবে। বিজ্ঞপ্তি