থার্ড জেন্ডার চরিত্রে জামিল হোসেন

95

কলকাতার কমেডি শো ‘মীরাক্কেল’ থেকে উঠে আসা জামিল হোসেন এখন বেশ ব্যস্ত ঢাকার নাটক পাড়ায়। নাটক-সিনেমা দুটো মাধ্যমেই কাজ করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার একটু ভিন্ন আবহের চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান। তিনি জানান, প্রথমবারের মতো অভিনয় করলেন থার্ড জেন্ডার (হিজড়া) চরিত্রে। ‘১৪ বছর পরে’ নামের এই নাটকটিতে তাকে দেখা যাবে ধ্রæব চরিত্রে। যিনি প্রতিনিয়ত খুঁজে ফিরছেন নিজের ভেতরের মৃত এক পুরুষকে। ভিন্ন ধাঁচের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন স্বাধীন শাহ্।
কাজটি প্রসঙ্গে জামিল হোসেন বলেন, ‘আমরা যারা অভিনয় করার চেষ্টা করি, তারা বরাবরই বৈচিত্র্য খুঁজি চরিত্র ও চিত্রনাট্যে। এটা ভালো দর্শকরাও খোঁজেন বলে বিশ্বাস করি। কিন্তু নানা প্রতিবন্ধকতা আর জনপ্রিয় ধারার কাজের চাপে- আমরা বেশিরভাগ সময়ই সেই বৈচিত্র্যের স্বাদ পাই না। সেই আক্ষেপের সময়টাতে এই কাজটি করে প্রশান্তি পেয়েছি। নিজেকে প্রকাশের সুযোগ পেয়েছি বলেই মনে হয়েছে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন মাজেদুল ইসলাম মিঠু, কাজল সুবর্ণা, স্বাধীন শাহ্, রহিম সুমনসহ অনেকে। জামিল জানান, ১২ ডিসেম্বর বিকাল ৪টায় নাটকটি উন্মুক্ত হবে আস্থা টিভি নামের ইউটিউব চ্যানেল।