থামেনি সূচকের পতন

2

 

সপ্তাহের প্রথম কার্যদিবস ২২ মে পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা ৮ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পতন হলো। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৭টির, কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭টির কোম্পানির শেয়ারের দর।
রোববার সিএসইতে মোট ১৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।