থানচির দুর্গম রেমাক্রিতে র‌্যাবের সাথে গোলাগুলি ৫ জঙ্গি আটক

14

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) সদস্যদের ধরতে পাহাড়ে চলছে যৌথবাহিনীর চিরুনি অভিযান। এর ধারাবাহিকতায় গকাল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। জানা গেছে, থানচি ও রুমার সীমান্তে রেমাক্রি প্রাংসা ইউনিয়নে র‌্যাবের সাথে জঙ্গি সদস্যদের গুলি বিনিময় হয়। এ সময় ৫ জঙ্গিকে আটক করেছে র‌্যাব। গোলাগুলির ঘটনায় র‌্যাবের ৮ জন সদস্য আহত হন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে র‌্যাবের প্রধান মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। গতকাল মঙ্গলবার বিকালে থানচির সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দারে তিনি সাংবাদিকদের সঙ্গেকথা বলেন। এ সময় র‌্যাবের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। অভিযানে ৫ জঙ্গিকে আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের ৮ সদস্য আহত হন। তিনি আরো বলেন, র‌্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। তাদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেন। এসব আস্তানায় তাদেরকে ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত বছর ২০ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে অভিযানে নামে র‌্যাব ও সেনাবাহিনী। জানা গেছে, ২০ অক্টোবর বান্দরবান ও রাঙামাটির সীমান্তর্বতী বিভিন্ন দুর্গম এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার এবং কেএনএফ সদস্যদেরকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।