থানচিতে ১ কেজি ৮ শত গ্রাম আফিম উদ্ধার

26

বান্দরবানের থানচি থেকে ১ কেজি ৮ শত গ্রাম আফিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা বলে দাবি করেছে বিজিবি। বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিক্তিতে শনিবার সন্ধ্যায় থানচি বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া সড়কের গহীন অরণ্যে বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ১ কেজি ৮ শত গ্রাম আফিম (পলিথিন মোড়ানো) উদ্ধার করে বিজিবি।
বলিপাড়া ব্যাটালিয়নের হেড কোয়াটারে রবিবার সকালে লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম সাংবাদিকদের বলেন, বলিপাড়া জোন (৩৮ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল ও দমনে বলিপাড়া জোনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।