থানচিতে বিজিবির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

98

মানুষের সেবার মাধ্যমে শান্তি, সুরক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা বিজিবির দায়িত্ব ও কর্তব্য। এলাকার আইনশৃঙ্খলার ব্যাপারে বিজিবি সর্বদা মহামান্য বাংলাদেশ সরকারের অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকারাবদ্ধ। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩৮ বিজিবি ব্যাটালিয়ন বলিপাড়া জোনাল কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ হাবিবুর হাসান পিএসসি এসব কথা বলেন। তিনি মঙ্গলবার সকালে বান্দরবানের থানচি বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ন জোন আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে কেক কেটে প্রতিষ্ঠার বার্ষিকী উদ্বোধন করেন।
এদিকে ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল হাবিবুল হাসান (পিএসসি) এর সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানে উপ-অধিনায়ক মেজ্বর মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল), পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইহ্লামং মার্মা, থানা অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ¤্রাে, প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াচিং মার্মা (অনুপম), লেখক শহিদুল ইসলাম, রোটারিয়ান আনিসুর রাহমান (সুজন), বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়া অং মার্মা, মংপ্রæঅং মারমা, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি, জসিম উদ্দিনসহ হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দরবার শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজন ও সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার বার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়।