থাই-সীমান্ত শহরে মিয়ানমারকে হামলা বন্ধের আহব্বান জাতিসংঘ দূতের

3

বিদ্রোহ দমনের নামে মিয়ানমারের সেনাবাহিনী কায়া রাজ্যের থাইল্যান্ড সীমান্তবর্তী শহর লইকো অবরুদ্ধ করে রেখে সেখানে হামলা চালাচ্ছে। এখনই ওই হামলা বন্ধ করে অবরোধ তুলে নেওয়ার আহব্বান জানিয়েছেন এক জাতিসংঘ দূত। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস সোমবার এক টুইটে এই আহব্বান জানান।
তিনি লেখেন, ‘মিয়ানমারের জান্তা বাহিনী লইকো শহরের উপর আকাশ ও ভূমি থেকে যে হামলা চালাচ্ছে সেটা জান্তা শাসক মিন অং হ্লাইংকে এখনই বন্ধ করতে হবে।’ থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের কায়া রাজ্যের রাজধানী লইকো। মিয়ানমার সেনাবাহিনী গত বছর ফেব্রুয়ারিতে অং সান সু চি সরকারকে উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করে। তারপর থেকে মাঝেমধ্যেই লইকোর বিভিন্ন বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা এবং দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহ থেকে সেনাবাহিনী লইকো শহর অবরুদ্ধ করে রেখে সেখানে বিমান হামলা চালাচ্ছে। এছাড়া, শহরে তারা কামানের গোলাও ছুঁড়ছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেনাবাহিনী শহর অবরুদ্ধ করে রাখায় তারা শহর ছাড়তে পারছে না। এদিকে, মানবিক ত্রাণ নিয়ে শহরের ভেতরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে জান্তা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বরাবরের মত ব্যর্থ হতে হয়।