থাইল্যান্ডের সাধারণ নির্বাচন ২৪ মার্চ

37

আগামী ২৪ মার্চ থাইল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান লিত্তিপর্ন বুনপ্রাকং এ ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সামরিক অভ্যুত্থানের প্রায় ৫ বছর পর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। থাইল্যান্ডে সামরিক বাহিনী ২০১৪ সালে এক অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করে। ওই ঘটনার পর এটিই হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন।
এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেই এই তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে তখন নির্বাচনের প্রস্তুতি এবং নতুন থাই রাজা মাহা ভাজিরালংকর্তর অভিষেকের আগাম প্রস্তুতি একই সময়ে পড়ে যাওয়ায় নির্বাচন পেছানো হয়। বুধবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান লিত্তিপর্ন বুনপ্রাকং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৪ মার্চ নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন। লিত্তিপর্ন বুনপ্রাকং জানান, থাইল্যান্ডের রাজনৈতিক দলগুলো আগামী ৪ থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনকে তাদের এমপি প্রার্থীদের তালিকা সরবরাহ করবে।