ত্রুটিযুক্ত গাড়ির দায় মালিকের

29

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেডএম শরীফ হোসেন বলেছেন, বর্তমানে সড়কে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর মার্কা যেসব গাড়ি চলাচল করছে, সেগুলোর দায়ভার চালক বা হেলপার নিবে না। যিনি গাড়ির মালিক তাকেও দায় নিতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন।
বিআরটিএ’র উপ-পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চট্টগ্রাম মেট্টো সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম। চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার শাহ আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরে আসলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিজেরা সচেতন না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। প্রতিযোগিতামূলক মনোভাব এবং অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোর কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু কখনও কাম্য নয়। নিরাপদ সড়ক উপহার দেওয়া আমাদের সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, মোটরযান আইন, ট্রাফিক সাইন ও ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে গাড়ি চালাতে হবে। মাদক সেবন বা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, মেট্টো মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী।