ত্রিপিটক রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

16

ত্রিপিটক রিসার্চ সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- অষ্ট উপকরণসহ সংঘদান, জার্নাল প্রকাশ, পালি শিক্ষার্থী সম্মাননা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. সুমনপাল থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ একুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ থের। বক্তব্য রাখেন ভদন্ত সত্যপাল মহাথের, ড. উপানন্দ মহাথের, ড. দীপঙ্কর থের, ধম্মবিরীয় থের। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়–য়া বাসু ও সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন তমাল কান্তি বড়–য়া ও জুয়েল বড়–য়া। পঞ্চশীল প্রার্থনা করেন আশুতোষ বড়–য়া। সঞ্চালনায় ছিলেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত বড়–য়া। অনুষ্ঠানে ত্রিপিটক রিসার্চ সোসাইটির মুখপত্র ‘ধর্মকেতু’ নামক জার্নালের মোড়ক উন্মোচন করা হয় এবং পালি ২য় পর্ব সমাপ্তকারীদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপিটক রিসার্চ সোসাইটি স্বল্প সময়ে সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশ করে তিন শতাধিক বিহার ও বিশ্ববিদ্যালয়ে দানের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা ইতিহাসে বিরল। আলোচকগণ ত্রিপিটক রিসার্চ সোসাইটির অনলাইন পালি শিক্ষা কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন এবং ত্রিপিটক রিসার্চ সোসাইটির হাত ধরে ত্রিপিটকের অর্থকথা সমূহও বাংলায় অনুদিত হয়ে প্রকাশ হবে এই আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি