ত্যাগী নেতাকর্মীরা দল ও দেশের সম্পদ

27

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা দল ও দেশের সম্পদ। তারা মাটি ও মানুষের ভাষা বুঝেন এবং মৃত্যুর পরও পরবর্তী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকেন। অপ্রিয় হলেও সত্য যে, ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীরা দলে যথাযথ মূল্যায়িত হচ্ছেন না। এটা আমাদের জন্য দুভ্যার্গজনক। তিনি গত রবিবার বিকেল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, পাঁচলাইশ থানা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক, ৭নং ওয়ার্ড কমিশনার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী মো. এয়াকুবের ১ম মৃত্যু বার্ষিকীতে স্মরণসভায় এ কথাগুলো বলেন।
স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন বলেন, দলের কঠিন সময়গুলোতে যারা পরিস্থিতি মোকাবেলা করে রাজপথে থাকবেন তারাই প্রকৃত কান্ডারী। আতুরার ডিপোস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে উদ্যোগে সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর সিদ্দিকী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, মো. জামাল উদ্দীন, আমিনুল হক রঞ্জু, রুহুল আমিন মুন্সী, আবু তৈয়ব সিদ্দিকী, মো. ইয়াকুব, আব্দুর রহিম, শেখ সরওয়ার্দী, আব্দুল মালেক, সোহেল মাহমুদ, এস.এম বাবলু, ইউনিট আওয়ামী লীগের জাহেদুল আলম চৌধুরী, শাকিল মাহমুদ প্রমুখ।