তেরশ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সেমিনার

32

রোটারি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট- ৩২৮২ এর কর্ণফুলী জোনের উদ্যোগে রোটারি ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন এর আয়োজনে গত শনিবার দিনব্যাপী ‘রোটারি ফ্রি চিকিৎসা ক্যাম্প ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা উদ্যোগ’ বিষয়ক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১৩শ’ রোগী চিকিৎসাসেবা নেন। ডা. রোকেয়ার নেতৃত্বে ৮ জন চিকিৎসক, ৪ জন নার্স ও ৬জন মেডিকেল ছাত্র এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। চট্টগ্রাম মহানগরের আঁতুরার ডিপুর তাহের মেমোরিয়াল স্কুল ও কলেজে আয়োজিত এ চিকিৎসাশিবির ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রোকেয়া বেগম ও বিশেষ অতিথি ছিলেন রোটারি গভর্নর প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. শাহানা বেগম। এতে ডা. বিভুরাজ চক্রবর্তী ও সন্তোষ কুমার রৌদ্র-এর লেখা Essentials of Truamatology and Orthopedic Nursing বইটির মোড়ক উন্মোচন করা হয়। রোটারি ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন এর সভাপতি রোটারিয়ান শায়লা মাহমুদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনায় এবং রোটারিয়ান নুশরাত জাহান শিবলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিএন ফয়েজ আহমেদ, ডিজিএনডি রোহেলা খান চৌধুরী, লে. গভর্নর রোটারিয়ান মাহফজুল হক, রোটারিয়ান মুনিরুজ্জামান, দেবদুলাল ভৌমিক, মোহাম্মদ মুসলিম, ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মদ হান্নান, ডা. বিপ্লব বড়ুয়া, ডা. মনির আজাদ, শাহীন আলম সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি