তৃতীয় বিভাগ ক্রিকেটে পক্ষপাতিত্বের অভিযোগ চিটাগাং রয়্যাল্সের জয়

36

সিজেকেএস তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার এইট পর্বের খেলায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে স্বয়ং আম্পায়ারের বিরুদ্ধে। গতকাল ছিল কাস্টমস স্পোর্টস ক্লাব ও চিটাগাং রয়ালসের খেলা। কাস্টমস স্পোর্টস ক্লাব টস হেরে আগে ব্যাট নামলে দুই আম্পায়ার মাইনুদ্দিন খান রিপন ও মোহাইমিনুল ইসলাম প্রতিপক্ষ চিটাগাং রয়ালের পক্ষ নিয়ে তাদের উল্টা-পাল্টা আউট ও রান-আউটের কবলে ফেলেন। তা সত্তে¡ও কাস্টমস স্পোর্টস ৩৬ ওভারে অলআউট হওয়ার আগে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওমর ফারুক। চিটাগাং রয়ালের হয়ে বোরহান উদ্দিন চারটি এবং প্রণয় বড়–য়া ও তারেক দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় চিটাগাং রয়ালস। দলের পক্ষে মেহেদী হাসান সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন।
কাস্টমসের পক্ষে ওমর ফারুক, আবির ও ফাহাদ বিন বখুতিয়ার প্রত্যেকে একটি করে উইকেট নেন। প্রসঙ্গত, চিটাগাং রয়ালসের মালিক সিজেকেএস ক্রিকেট কমিটির জয়েন্ট সেক্রেটারি জিএম হাসান। গ্রুপ লিগেও কাস্টমস ভ্যাট ক্লাবের বিপক্ষে ম্যাচে রয়ালসকে নির্লজ্জভাবে এক উইকেটে হারিয়ে দিয়েছিলেন দুই আম্পায়ার এবং এ ব্যাপারে সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক ও যুগ্ম সম্পাদকের কাছে অভিযোগও জানানো হয়েছিল।
আজকের খেলা- চিটাগাং ফুটবল ক্লাব (সিএফসি) বনাম মোহামেডান এসসি ব্লুুজ।