তৃতীয় ও সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী নামালো চীন

15

 

সাংহাইয়ের জংনান শিপইয়ার্ড থেকে নিজেদের তৃতীয় ও সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী পানিতে নামিয়েছে চীন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে নামকরণ করা এ রণতরীটি শুক্রবার চালু করা হয়েছে, জানিয়েছে চায়না গেøাবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)। পুরোপুরি নিজেদের নকশায় নির্মিত ৮০ হাজার টনের ফুজিয়ান সমতল ডেকসহ অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম ও ইন্টারসেপশন সুবিধায় সজ্জিত। চীনের স্থানীয় সময় সকাল ১১টায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রণতরীটি পানিতে নামানো হয়। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং উপস্থিত ছিলেন।
তিনি রণতরীটি গ্রহণ করা চীনা নৌবাহিনীর একটি ইউনিটের কাছে শংসাপত্র হস্তান্তর করেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের নৌবাহিনীর কয়েক ডজন সদস্য জাহাজটির সামনে লাইন ধরে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে।