তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে

25

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে তৃণমূলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে। কেন্দ্রে শর্ট তালিকা পাঠানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ৭ ইউনিয়নের ৪৪ জন প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। এসময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের নিকট থেকে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার অঙ্গীকার নেন। চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৮ বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করাকালে সভা করার জন্য স্থান পায়নি। প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ মাস্টার খানদিঘী স্কুলে সভা করার সুযোগ করে দিতেন। আগামী নির্বাচন দলীয় করণ হবেনা। সুষ্ট অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে। ৭০ ভাগ ভোটার উপস্থিতির জন্য কাজ করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছেন ভোটার উপস্থিতি কমের কারণে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, সম্প্রতি দুর্গা পূজা সংখ্যালঘুদের কয়েকজন বন্ধু প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। জামায়াত শিবির বিএনপি দেশকে অকার্যকর করতে এখনো লেগে আছে। সবাইকে সজাগ থেকে দলের জনপ্রিয়তা ও ইমেজ ধরে রাখতে যে মনোনয়ন পায় তার পক্ষে কাজ করার আহবান জানান। সম্প্রতি চন্দনাইশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিবেচনার লক্ষ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে তৃণমুল বর্ধিতসভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোসলেম উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, খোরশেদ আলম, বোরহান উদ্দিন এমরান, আবু জাফর, বিজয় কুমার বড়ুয়া, মাহাবুবুর রহমান শিবলী, মেয়র মাহাবুবুল আলম খোকা প্রমুখ। উপস্থিত ছিলেন আবুল কালাম, এড. আবু ছালেহ, মফিজুর রহমান, আকরাম হোসেন, আমিন আহমেদ চৌধুরী রোকন, সেলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, আজিজুর রহমান আরজু, মো. পারভেজ, সরওয়ার উদ্দিন বাচ্চু, গোলাম আজাদ প্রমুখ।