তুরস্কের আদালতে উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ

27

ইন্টারনেটের উন্মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়ায় প্রবেশ বন্ধ করে রাখাকে অসাংবিধানিক ঘোষণা করেছে তুরস্কের সাংবিধানিক আদালত। একে মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন আখ্যা দিয়ে আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ দিয়েছে। বৃহস্পতিবারের এই রায়কে উইকিমিডিয়া ফাউন্ডেশনের জন্য তাৎপর্যপূর্ণ বিজয় বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।২০১৭ সালের এপ্রিলে তুরস্কে উইকিপিডিয়ায় প্রবেশ নিষিদ্ধ করে দেশটির সরকার। ওই সময়ে ওয়েবসাইটটিতে সিরিয়ায় জিহাদি যোদ্ধাদের সঙ্গে তুরস্কের সহায়তার বর্ণনা দিয়ে লেখা প্রকাশ করা হয়। এসংক্রান্ত লেখা সরিয়ে নিতে ওয়েবসাইট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে সাড়া না পাওয়ায় ওই ব্যবস্থা নেয় তুর্কি সরকার। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তুরস্কের সর্বোচ্চ আদালতে যায় উইকিপিডিয়ার নিয়ন্ত্রণকারী অলাভজনক সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। এছাড়া ইউরোপের মানবাধিকার আদালত ইউরোপীয়ান কোর্ট অব হিউম্যান রাইটসেও (ইসিএইচআর) তুরস্ক সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার তুরস্কের সাংবিধানিক আদালত ১০-৬ ভোটে উইকিপিডিয়ার পক্ষে রায় দিয়েছে।