‘তীর্থযাত্রী’ নিয়ে মঞ্চে ফিরছেন তৌকীর আহমেদ

25

বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর মঞ্চের জন্য নাটক নির্দেশনা দিচ্ছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। এর নাম রাখা হয়েছে ‘তীর্থযাত্রী’। এটি প্রযোজনা করছে নক্ষত্র। তবে দেশে নয়, আগামী ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে ‘তীর্থযাত্রী’র উদ্বোধনী প্রদর্শনী হবে। হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ অবলম্বনে এটি সাজানো হয়েছে। নাটকের সংগীতায়োজন করছেন পিন্টু ঘোষ। তৌকীর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নক্ষত্র একটি স্বাধীন শিল্পচর্চা ক্ষেত্র। নক্ষত্রের আমন্ত্রণে নিউইয়র্কের বিভিন্ন দলের নাট্যকর্মীরা এই নাটকে অংশগ্রহণ করছেন। এটি পরিবেশনার দায়িত্ব পালন করছে বাংলা সংস্কৃতি কেন্দ্র।’ দেশের বাইরে এর আগেও মঞ্চনাটকে যুক্ত হয়েছেন তৌকীর। ২০০২ সালে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার সময় বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার (বিটিএ) সঙ্গে ‘ইচ্ছামৃত্যু’তে কাজ করেন তিনি।
স্থাপত্য, টেলিভিশন ও চলচ্চিত্রের কাজের ব্যস্ততায় মঞ্চে তৌকীর আহমেদের দীর্ঘ বিরতি পড়েছে। ঢাকায় নিজের নাট্যদল নাট্যকেন্দ্রের জন্য ২০২০ সালে ‘অজ্ঞাতনামা’ নামে একটি নাটকের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনা মহামারির প্রকোপে থমকে যায় কাজটি। তিনি বলেন, ‘শিগগিরই এটি মঞ্চে আনার ইচ্ছে আছে।’ ‘অজ্ঞাতনামা’ প্রথমে মঞ্চনাটক হিসেবে লিখেছিলেন তৌকীর আহমেদ। মঞ্চনাটক হিসেবেই এটি বই আকারে প্রকাশিত হয়। কিন্তু মঞ্চের আগে ‘অজ্ঞাতনামা’ রূপ নেয় চলচ্চিত্রে। যা দারুণ প্রশংসিত হয়। তার পরিচালিত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), ‘হালদা’ (২০১৭), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯) এবং ‘স্ফুলিঙ্গ (২০২১)।