তির্যকের অভিনয় ও ডিজাইন প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে

119

নাট্যসংগঠন ‘তির্যক নাট্যদল’ ও ‘থিয়েটার স্টুডিও’ যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদী ‘থিয়েটার স্টুডিও অভিনয় ও ডিজাইন প্রশিক্ষণ কোর্স’ ১০ম ব্যাচে অংশ নেয়ার জন্যে আবেদনপত্র আহবান করা হচ্ছে। ফরম ক্রয় ও জমাদানের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০১৯।
এই প্রশিক্ষণ কোর্সে মূলত: শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, মনোসংযোগ, থিয়েটারের ইতিহাস, উচ্চারণ, মুভম্যান্ট, চরিত্র বিশ্লেষণ ও অনুধাবন ইত্যাদির পাশাপাশি মঞ্চের লাইট-সেট-কসটিউম-সঙ্গীত ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ এবং শেষে একটি নিরীক্ষামূলক নাট্য প্রযোজনা অথবা নাটক নির্মাণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দেবেন দেশের বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কোর্স সম্পন্নকারীরা সনদপত্র পাবেন এবং তির্যকের নাটকে অংশ গ্রহনের সুযোগ পাবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ০১৭১৩-১০৫০২৬, ০১৮৪২-৩০৪১০০ এবং ০১৮১৮-৪৬০২৯৯। প্রশিক্ষণ কোর্স শুরু হবে আগামী ২৬ জুলাই শুক্রবার ২০১৯। আবেদনপত্রের নির্ধারিত ফরম চট্টগ্রামের নিম্নলিখিত স্থানে পাওয়া ও জমা দেয়া যাবে: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম, টিআইসি (রাইফেল ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন, সকাল ৯টা রাত ৯টা), করতোয়া ফটোস্ট্যাট (জিরো পয়েন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রংধনু (১১ বি সেন্ট্রাল প্লাজা, নীচতলা, জিইসি মোড়), রহমানিয়া বুকস এন্ড স্টেশনারি (হক মার্কেট, বহদ্দারহাট), অমর বইঘর (চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার) এবং বুকমার্ক (চেরাগি পাহাড় মোড়)। বিজ্ঞপ্তি