তিন শিপ ইয়ার্ডকে ১৬ লাখ টাকা জরিমানা

50

পরিবেশ ছাড়পত্র নবায়ন না করা, অননুমোদিতভাবে জাহাজ ভাঙা ও পরিবেশ দূষণের অভিযোগে তিন শিপ ইয়ার্ডকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে ক্ষতিপূরণ হিসেবে এ জরিমানা আরোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সীতাকুন্ডের সিকো স্টিলকে ১০ লাখ টাকা, এনআই ট্রেডার্সকে ৫ লাখ টাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন,‘নিয়মিত পরিদর্শন ও এনফোর্সমেন্টের অংশ হিসেবে বুধবার তিন শিপ ব্রেকিং ব্রেকিং ইয়ার্ডকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের জন্য তাদের সতর্কও করা হয়েছে।’