তিন ফুটবলারকে শোকজ বাফুফের

20

বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাওয়া নোফেল স্পোর্টিং ক্লাব তাদের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ করেছে বাফুফেতে। পারিশ্রমিক নিয়ে না খেলার অভিযোগ পেয়ে বাফুফেও তা খতিয়ে দেখা শুরু করেছে। ইতিমধ্যেই নোফেলের তিন খেলোয়াড়কে শো-কজ (কারণ দর্শানো) নোটিশ পাঠানো হয়েছে।
নোফেল স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন বলেছেন, তাদের ডিফেন্ডার সালাউদ্দিন তানভীর, মিডফিল্ডার রিয়াজুল হক সাদ্দাম এবং ফরোয়ার্ড আরিফুল ইসলাম চুক্তিভঙ্গ করেছেন। পারিশ্রমিক নিয়েও খেলেননি।
এর মধ্যে সাদ্দাম দুটি ম্যাচ খেললেও আরিফুল ও তানভীর কোনো ম্যাচই খেলেননি। আরিফুল ক্লাব থেকে ৩ লাখ এবং তানভীর ও সাদ্দাম ২ লাখ করে টাকা নিয়ে অসুস্থতা ও ইনজুরির কথা বলে খেলা থেকে বিরত ছিলেন।
চুক্তিভঙ্গ করায় ক্লাবটি গত সপ্তাহে বাফুফের প্রফেশনাল লিগ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে নালিশ করেছে। ঘটনা কতটা সত্য তা খতিয়ে দেখার প্রাথমিক ধাপ হিসেবে বাফুফে শো-কজ চিঠি দিয়েছে ওই তিন ফুটবলারকে। এখনো জবাব দেয়নি তারা।