তিন দশক পর কাশ্মিরে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল

22

পরদেশ ডেস্ক

তিন দশক পর কাশ্মিরে খুলছে প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল। থিয়েটার চেন আইনক্স আগামী সেপ্টেম্বরে এটি চালু করবে। এই হলে বলিউড ও হলিউডের সিনেমা দেখানো হবে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমা হলে ৫২০ জন দর্শক বসে সিনেমা দেখতে পারবেন। তিন দশক পর এটাই কাশ্মীরের প্রথম সিনেমা হল। জানা গেছে, দর্শকদের আকৃষ্ট করার জন্য সিনেমা হলে থাকবে একাধিক ফুড কোর্ট। এখানে সবচেয়ে আধুনিক সিনেমা বিনোদনের সুবিধা প্রদান করা হবে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল হওয়ার তিন বছর পরে এই মাল্টিপ্লেক্স স্থাপন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে জঙ্গিবাদের উত্থানের কারণে উপত্যকার থিয়েটারগুলি ১৯৯০ সালে বন্ধ হয়ে গিয়েছিল। প্রজেক্ট ম্যানেজার ভিশাক বলেছেন, ‘আমরা কাশ্মীরে প্রথম মাল্টিপ্লেক্স শুরু করছি। তিনটি অডিটোরিয়াম রয়েছে যেখানে সর্বাধুনিক সাউন্ড সিস্টেম ইনস্টল করা হয়েছে। একটি সিলভার স্ক্রিন ব্যবহার করা হচ্ছে।’ প্রজেক্টের চেয়ারম্যান বিজয় ধর বলেন, কাশ্মীরের বাইরে অন্য কোথাও সিনেমায় যে সুযোগ-সুবিধা পান তরুণদের সেই একই সুবিধা এখানে দিতে চাই আমরা। আমরা দেখেছি ৩০ বছর ধরে এখানে এমন কিছু ছিল না, আমরা ভেবেছিলাম কেন নয়? তাই আমরা সবে শুরু করেছি। তরুণদের সিনেমায় একই সুবিধা পাওয়া উচিত যা তারা জম্মু বা দেশের অন্যান্য শহরে পায়।’