তিন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত ও ভুটান

11

চীন ও ভুটান সীমান্ত আলোচনা এগিয়ে নিতে সম্মত হওয়ার কয়েক সপ্তাহ পর ভারতীয় প্রতিনিধি দলটি ভুটানে দুদিনের সফর করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ভুটানে তার দুই দিনের সরকারি সফর শেষে জানিয়েছেন, উভয় পক্ষ জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। ভুটানে ভারতীয় দূতাবাসের প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, কোয়াত্রার সাথে কথা বলেছেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক, প্রধানমন্ত্রী লিওনচেন ড. লোটে শেরিং এবং পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো এর সাথে সাক্ষাৎ করেছেন। তান্ডি দর্জি, এবং পররাষ্ট্র সচিব আউম পেমা সুদেনের সাথে দ্বিপাক্ষিক পরামর্শ করেছেন।” দূতাবাস স্পষ্ট করেছে, উভয় পক্ষ বেশ কয়েকটি বিষয়ে “বিস্তৃত” আলোচনা করেছে। এদিকে, ভুটানে ভারতীয় রাষ্ট্রদূত সুধাকর দালেলা টুইটারে “ফলপ্রসূ সফরের” কিছু দৃশ্য শেয়ার করেছেন। তাতে লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার ঘনিষ্ঠ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য আপনার অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী তান্ডি দরজি টুইটারে লিখেছেন, “ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে ভুটানে তার প্রথম সরকারি সফরে জনাব বিনয় কোয়াত্রার সাথে সাক্ষাত খুবই আনন্দের ছিল। আমরা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছি এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনাও করেছি।” ভারতীয় দূতাবাস জানিয়েছে, কোয়াত্রা ভুটানের সরকার ও জনগণের অগ্রাধিকারের” ভিত্তিতে ভুটানের প্রতি ভারতের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। অন্যদিকে ভুটানি পক্ষ ভুটানে চলমান রূপান্তর উদ্যোগের পরিপ্রেক্ষিতে ভুটানের ১৩ তম পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য তাদের পরিকল্পনা শেয়ার করেছে।