তিউনিসিয়া সফরে এরদোয়ান

22

আকস্মিক সফরে বুধবার উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ-এর সঙ্গে সরাসরি বৈঠকের জন্যই তার এ সফর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
তিউনিসিয়ার গত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এটিই কোনও রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। ভূমধ্যসাগরে তুরস্কের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ নিয়ে গ্রিসের সঙ্গে আঙ্কারার বিবাদের মধ্যে এরদোয়ানের এ সফর তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। গ্রিসের দাবি, তুরস্ক তাদের পানিসীমায় অনুপ্রবেশ করেছে। ইতোমধ্যেই এ ইস্যুতে দেশটিকে সমর্থন দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে আঙ্কারা। এর অংশ হিসেবে গত ২৭ নভেম্বর লিবিয়ার সঙ্গে চুক্তিতে উপনীত হয় তুরস্ক।
ওই চুক্তি অনুযায়ী, ভূমধ্যসাগরে দেশটির নির্ধারিত অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানের সুযোগ পায় আঙ্কারা।তুর্কি জ্বালানিমন্ত্রী ফাতিহ দোনমেজ ঘোষণা করেন, চুক্তি অনুযায়ী লিবিয়ায় তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ করবে তুরস্ক। অন্যদিকে গ্রিসের সঙ্গে লিবিয়ার সমুদ্রসীমা থাকায় ওই চুক্তিতে ক্ষুব্ধ হয় গ্রিস। তবে আঙ্কারার দাবি, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এ অঞ্চলে নিজের অধিকার সুরক্ষিত রাখার অধিকার তুরস্কের রয়েছে।