তাহের-মনজুর কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

39

 

করোনা মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে আগামী ২ ডিসেম্বর থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এ উপলক্ষে গত ২৮ নভেম্বর তাহের-মনজুর কলেজে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক ও কলেজ নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সারওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর। এ সময় প্রধান অতিথি সারওয়ার আলম বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, ‘তোমরা দীর্ঘ দশ বছর স্কুল জীবনের পড়াশোনা শেষ করে অত্র কলেজে ভর্তি হয়েছো। আর এখানে দুই বছর পড়াশুনা শেষ করে আগামী ২ ডিসেম্বর থেকে ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করবে। একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে- উন্নত জীবন যাপনের জন্য প্রয়োজন ভালো পড়াশুনা, আর ভালো ফলাফল। তাই তোমাদেরকে হতে হবে অধ্যাবসায়। শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত হতে হবে। অনুসরণ করতে হবে শিক্ষকদের গাইডলাইন, মেনে চলবে পরীক্ষার যাবতীয় নিয়ম-কানুন। অত্র কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভ কামনা। তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে বৃদ্ধি পাবে তোমাদের নিজের ও অত্র প্রতিষ্ঠানের সুনাম। আর স্বপ্ন পূরণ হবে তোমাদের পিতা-মাতার। কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিনু রাণী মিত্র’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বিজ্ঞপ্তি