তাহের উদ্দীন আজীবন জনকল্যাণে কাজ করেছেন

21

অবিভক্ত বাকলিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তাহের উদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ওয়াজ মাহফিল গত ২৬ নভেম্বর বিকালে নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডস্থ শিশু কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা তাহের উদ্দীন স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা শহিদুল আলম। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ জানে ই আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক মুছা এম.এ আবুল কালাম আজাদ, মো. জসিম উদ্দীন, ইব্রাহিম সোহেল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলম, চসিক কাউন্সিলর এম আশরাফুল আলম, মাহবুব আলম, কুতুব উদ্দীন, সাহাব উদ্দীন, গিয়াস উদ্দীন, গরীবে নেওয়াজ, মো. বেলাল উদ্দীন, যুবলীগ নেতা সৈয়দ ওবায়দুল্লাহ রোমান, মহানগর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মুনীর চৌধুরী, বাকলিয়া সরকারি কলেজ সংসদের ভিপি এস ইনজামাম আকিব, জি.এস আবদুল রাজ্জাক শুভ, কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহিম জিয়া ও সাধারণ সম্পাদক এম মোহাইমিনুন। ওয়াজ মাহফিল পরিচালনা করেন মুনীরিয়া ওলামা পরিষদের সদস্য মাওলানা মো. ফোরকান ও মাওলানা এরশাদুল হক। আলোচনা সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দীন আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সংগঠনকে শক্তিশালী করা ও মুক্তিযোদ্ধার চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র ও যুব সমাজ গড়ে তোলার জন্য নিরলস পরিশ্রম করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এমএ আজিজ ও জহুর আহমদ চৌধুরীর সফল উত্তরসুরী ছিলেন তাহের উদ্দীন। তার এই সংগ্রামী জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই তাঁর কর্মকান্ডগুলো নেতাকর্মীদের অনুসরণ ও অনুকরণ করতে হবে। বিজ্ঞপ্তি