তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান

11

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া কলেজ গেইট সংলগ্ন ইসমাইল প্যালেসে স্থাপিত তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। খন্ডলিয়াপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ সুলতান শিক্ষার্থীদের মাঝে ছবক দিয়ে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মাদ্রাসাটির পরিচালক হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লি. ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নেজাম উদ্দিন, ইছাখালী মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইউসুফ, রাইখালী সুলতানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিম, ফেরিঘাট মাদ্রাসার পরিচালক মাওলানা ওমর ফারুক, হাফেজ মুহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মো. ইয়াছিন, হাফেজ মুহাম্মদ জাকির প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ছবক দেয়া হয় এবং মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার সার্বিক উন্নতি এবং সকলের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিশুদ্ধ মানের হিফজুল কুরআন শিক্ষার জন্য আদর্শ এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেয়া হয়। বর্তমানে দাওর, হিফজ এবং হিফজের প্রস্তুতিমূলক নাজেরা বিভাগে আবাসিক, অনাবাসিক এবং ডে-কেয়ারে ছাত্র-ছাত্রী ভর্তী নেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।