তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের আনুষ্ঠানিক বৈঠক

13

 

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর তালেবানের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছে যুক্তরাজ্য। আফগানিস্তানে গিয়ে তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এই বৈঠক করেন কাবুলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন লংডেন ও সাইমন গ্যাস। কূটনীতিবিদরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক তৈরির রাস্তা তৈরি হলো। যদিও যুক্তরাজ্য এখনই সে কথা বলতে রাজি নয়। তাদের বক্তব্য, শুধু মাত্র মানবিক বিষয়গুলিকে সামনে রেখে এদিন তালেবানের সঙ্গে বৈঠক করেছে তারা। খবর রয়টার্সের/ বৈঠকের পর লংডেন টুইট করে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সব বিষয়ে স্বাভাবিকভাবেই মতের মিল হয়নি। তবে গুরুত্বপূর্ণ মানবিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে’।