তালেবানের ঢুকে পড়ায় কাবুল ছাড়ার হিড়িক

9

 

তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়া ও ঘিরে রাখার খবরে শহরটি ছাড়ছেন স্থানীয়রা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, শহর ছাড়তে চেষ্টা করা মানুষদের প্রাইভেট কারে রাজধানীর একাধিক শহরে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ব্যাংকগুলোতে টাকা উত্তোলনের হিড়িক পড়েছে। আফগান এমপি ফারজানা কোচাই পরিস্থিতি সম্পর্কে বলেন, আমি নিজের বাড়িতে রয়েছি। দেখছি মানুষ কীভাবে শহর ছেড়ে পালাতে চাইছে। তিনি আরও বলেন, আমি জানি না তারা কোথায় যেতে চাইছেন। মানুষেরা নিজেদের ব্যাগে যা পারছে তা নিয়ে ছুটছে। এটি হৃদয় বিদারক। এর আগে পাকিস্তান জানায়, তারা আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করেছে। সীমান্তের আফগান অংশের নিয়ন্ত্রণ রয়েছে তালেবানের হাতে। এর ফলে শহর ছাড়ার একমাত্র উপায় হলো কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। এক ব্যক্তি বলেন, অনেক মানুষ গাড়িতে চাবি রেখে হেঁটে বিমানবন্দর যাওয়ার চেষ্টা করছে।