তালেবানকে স্বীকৃতি দিতে সময় নেবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

4

আফগানিস্তানে তালেবান সরকার গঠন করলে তাকে দ্রুতই স্বীকৃতি দেবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সাথে সৈন্য প্রত্যাহার শেষ হওয়ার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি থাকবে কিনা সে বিষয়ে দেশটি এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি সাংবাদিকদের বলেছেন, ‘আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র কিংবা আন্তর্জাতিক অংশীদার যাদের সাথে আমরা কথা বলেছি তাদের কারো এ ধরনের স্বীকৃতি দেয়ার কোনো তাড়া নেই।’
এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, আফগান ভূমিকে সন্ত্রাসের ঘাঁটি না বানালে এবং মানবাধিকার বিশেষ করে নারীদের প্রতি শ্রদ্ধা দেখালে ভবিষ্যৎ তালেবান সরকারকে তারা স্বীকৃতি দেবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ‘তালেবান যুক্তরাষ্ট্রকে বাকি সৈন্য প্রত্যাহারের পর কাবুলে মার্কিন কূটনীতিক উপস্থিতি বজায় রাখতে বলেছে। তালেবান নিরাপত্তা ও সুরক্ষা দেয়ার অঙ্গীকার করেছে। কিন্তু এসব আসলে কথার কথা। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ওয়াশিংটনের আরো আশ্বাসের প্রয়োজন হবে।’