তারুণ্যের উচ্ছ্বাসের কবিতা উৎসব চট্টগ্রাম কবিতার শহর

122

‘চট্টগ্রাম কবিতার শহর’ এই প্রতিপাদ্য নিয়ে তিনদিনের কবিতা উৎসব চলছে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে। বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত এ উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টায়। প্রভাতী আয়োজনে একক অবৃত্তি পরিবেশন করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আবৃত্তিশিল্পীরা। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি ইশতিয়াক কবির। এরপরই আবৃত্তি পরিবেশন করেন সমরজিৎ দাশ টুটুল (ফেনী), জসীম উদ্দীন বকুল (কক্সবাজার), জয়দেব সাহা (ময়মনসিংহ), আবু নাছের মানিক (কুমিল্লা), বাছির দুলাল (ব্রাহ্মণবাড়িয়া), সাব্বির আহমেদ (কুমিল্লা), সুকান্ত গুপ্ত (সিলেট), মাহতাব সোহেল (কুমিল্লা), ইমরান সাগর (মাদারীপুর), সরওয়ার নাঈম (কুমিল্লা), আসাদুজ্জামান রুবেল (ময়মনসিংহ), দীপ্তরাজ দত্ত, জলি চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মাসুম বিল্লাহ আরিফ, রণধীর দে, এ.এস.এম এরফা, তৈয়বা জহির আরশি, সুপ্রিয়া চৌধুরী, ঐশী পাল, মো. সেলিম উদ্দীন, শাহাদাত হোসেন, গার্গী দেব, রত্না চৌধুরী, সুষ্মিতা দত্ত, ইমাম হোসাইন, এ.এফ ফাহিম, সাফা মারওয়া, রবি ভৌমিক, আফরোজা চৌধুরী। কবিতাপাঠ করেন কবি আলী প্রয়াস, শেখর দেব, সারাফ নাওয়ার, আজিজ কাজল, খালেদ হামিদী, সাথী দাশ। ছড়াপাঠ করেন ছড়াকার আখতারুল ইসলাম, আবুল কালাম বেলাল, বিপুল বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল ৩টায় শিল্পকলা থেকে বের হয় ‘কবিতার মিছিল’ শিরোনামের শোভাযাত্রা। জাতীয় পতাকা, রঙিন ফেস্টুন ও কবিতার নানা প্লেকার্ড হাতে বর্ণিল শোভাযাত্রাটি শিল্পকলা হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলায় এসে শেষ হয়। বিকাল সাড়ে ৪ টায় তারুণ্যের উচ্ছ¡াসের বৃন্দ আবৃত্তি ‘তোমাকে ধওে বেঁচে রয়েছি কবিতা’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। এরপর মঞ্চে ছিল কথামালা এবং উৎসব স্মারক সংকলন প্রকাশ। তারুণ্যের উচ্ছ¡াস স্থায়ী পরিষদ সদস্য কবি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্রের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল হক আজাদ এবং মাসুদুজ্জামান।
দ্বিতীয় দিনের আবৃত্তিতে অংশ নেন শম্পা দাশ (দিল্লী, ভারত), স্মিতা ভট্টাচার্য (ত্রিপুরা, ভারত), মীর বরকত, দেওয়ান সাঈদুল হাসান, মাহিদুল ইসলাম, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ, মাসুম আজিজুল বাসার, নাজমুল আহসান, মজুমদার বিপ্লব, তামান্না তিথি, শাহেদুল ইসলাম, শুভাশীষ শুভ, রহমান বাবু, শারমিন মুস্তারী নাজু, ফরিদ উদ্দীন মোহাম্মদ, সায়াহৃ চক্রবর্ত্তী, কারিশমা কবির ঐশী, মো. মুফরাত হোসাইন, শ্রাবণী দাশগুপ্তা, মৌ দত্ত।
কবিতাপাঠ করেন কবি অভীক ওসমান, মোহন রায়হান, নাজিমুদ্দীন শ্যামল, ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বিশ্বজিৎ চৌধুরী, শামীম হাসান, মানজুর মুহাম্মদ, মনিরুল মনির, ফরিদা ইয়াসমিন সুমি, শাহীন মাহমুদ, রিমঝিম আহমেদ, পুলক পাল, মোজাম্মেল মাহমুদ, আখতারী ইসলাম।