তারকেশ্বর দস্তিদারের ভাস্কর্য স্থাপনে পথসভা

14

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে বোয়ালখালী উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়নের দেশবন্ধু সংসদ প্রাঙ্গণে দেশপ্রেমিক জনগণকে জাগরিত করার লক্ষ্যে এক পথসভা ০২ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরিষদের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী কাজল দত্তের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তী। প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, বিশেষ অতিথি ছিলেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আজীবন সদস্য জয়নাল আবেদীন, ত্রিদীপ চৌধুরী, পরিষদের সদস্য রঞ্জন বোস, মো. জাহাঙ্গীর আলম, সুভাষ চৌধুরী, পরিষদের উপদেষ্টা প্রবীর দাশ গুপ্ত, কাজল নন্দী, চন্দন দাশ, শিক্ষিকা সুলতানা রাজিয়া, চিন্ময় পালিত, প্রকাশ চৌধুরী, রাহুল দে, প্রান্ত দে। বক্তারা বলেন, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ শাসকরা নিষ্ঠুর ও নির্মমভাবে ফাঁসি দেওয়ার আগে হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রায় অর্ধমৃত করে ফেলে। পরে রাত ১২ টার সময় একই দিনে, একই সময়ে, একই মঞ্চে মাস্টারদা সূর্য সেনকে ৪০ বছর বয়সে এবং বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারকে ৩০ বছর বয়সে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেয় ব্রিটিশ শাসকরা। জাতীয় বীর বিপ্লবী মহানায়কের ভাস্কর্য আমাদের দেশে স্থাপন করা হলেও একই সাথে প্রাণদানকারী বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের ভাস্কর্য এখনো স্থাপন করা হয়নি। ঐতিহাসিক বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের দেশপ্রেম ও আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই ভাস্কর্য স্থাপন আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্ব বহন করে। তাই আমরা বিপ্লবী তারকেশ্বর দস্তিদার’র জন্মভূমি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদে ভাস্কর্য স্থাপনের উদ্যোগ গ্রহণ করি।