তামিমের অভাব অনুভব করছে ঢাকা

30

গত কয়েক দিন ধরে চট্টগ্রামে শীতের প্রকোপটা বেশ টের পাওয়া যাচ্ছে। সূর্যের দেখা পেতে প্রায় সকাল দশটা। কিন্তু এতেও বসে নেই খেলোয়াড়রা। বেশ আটঘাট বেঁধেই অনুশীলনে নেমেছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা।
গত ম্যাচে স্বাগতিক দলের কাছে পরাজয়ের দগদগে ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছে দলের ক্রিকেটারদের। একদিকে দলে পাকিস্তানি খেলোয়াড় ওয়াহাব রিয়াজের অনুপস্থিতি, তার ওপর লোকাল বয় তামিমের অসুস্থতা যেন মরার ওপর খাঁড়ার ঘা টিম ম্যানেজম্যান্টের জন্য।
শুক্রবার দুপুরে সর্তীথ এনামুল হক বিজয়ের কণ্ঠেও একই সুর। ওয়াহাব, তামিমের অনুপস্থিতি দলের শক্তির মাত্রাকে কমিয়েছে বলে দাবি বিজয়ের।তামিমের অভাব অনুভব করছে ঢাকা

গত কয়েক দিন ধরে চট্টগ্রামে শীতের প্রকোপটা বেশ টের পাওয়া যাচ্ছে। সূর্যের দেখা পেতে প্রায় সকাল দশটা। কিন্তু এতেও বসে নেই খেলোয়াড়রা। বেশ আটঘাট বেঁধেই অনুশীলনে নেমেছেন ঢাকা প্লাটুনের ক্রিকেটাররা।
গত ম্যাচে স্বাগতিক দলের কাছে পরাজয়ের দগদগে ক্ষত তাড়িয়ে বেড়াচ্ছে দলের ক্রিকেটারদের। একদিকে দলে পাকিস্তানি খেলোয়াড় ওয়াহাব রিয়াজের অনুপস্থিতি, তার ওপর লোকাল বয় তামিমের অসুস্থতা যেন মরার ওপর খাঁড়ার ঘা টিম ম্যানেজম্যান্টের জন্য।
শুক্রবার দুপুরে সর্তীথ এনামুল হক বিজয়ের কণ্ঠেও একই সুর। ওয়াহাব, তামিমের অনুপস্থিতি দলের শক্তির মাত্রাকে কমিয়েছে বলে দাবি বিজয়ের।