তানভীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

79

পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত মো. আনোয়ার জাহিদ তানভীর (৩৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল সকাল ৬টার সময় ফেনী জেলার আফতাব বিবির হাট এলাকা থেকে মো. নাছের উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করা হয়। নেছার পাহাড়তলী থানাধীন কাজীরদিঘী এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে।
র‌্যাব জানায়, তানভীর হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার পাহাড়তলী থানায় ২১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে মো. জনি ও মো. সোহেল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে নেছারকে গ্রেপ্তার অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তারকৃত নেছার স্বীকার করেন, ঘটনার দিন তার সাথে তানভীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরকে দুইবার ছুরিকাঘাত করেন। এসময় আসামী নেছারের সাথে ৫০-৬০জন লোক ছিল। ঘটনার পরপরই নেছার পালিয়ে ফেনী চলে যায়।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ রাতে দক্ষিণ কাট্টলী এলাকার আওয়ামী লীগ সমর্থিত প্রতিদ্ব›দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীরকে ছুরিকাঘাত করে খুন করা হয়।