তাজুশ শরীয়াহ্ মাদরাসার লাইব্রেরিতে আ’লা হযরত কর্ণার উদ্বোধন

7

তাজুশ শরীয়াহ্ দরসে নিযামী মাদরাসার গ্রন্থাগারে ইমাম আহমদ রেযা কর্ণার উদ্বোধনী অনুষ্ঠান ২৫ এপ্রিল মুরাদপুর বিবিরহাটস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দীন রেযভী। আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ এনামুল হক সাকিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ খাইরুল্লাহ্ (মুজিআ)। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া ফাযিল এর অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী (মুজিআ)। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাজ্জাদুল ইসলাম মাদানী, আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, প্রফেসর জাহাঙ্গীর কবীর, মাওলানা ইসমাঈল রেযা, ইংরেজি শিক্ষক এইছ.এম. ফারুকুল ইসলাম, বাংলা শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, গণিত শিক্ষক ইমরান হাবীব, মাওলানা মুহাম্মদ তওফীক্ব ইলাহি কাদেরী ও মাওলানা আহমদ রেযা প্রমুখ। বক্তারা বলেন, চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন জ্ঞান-বিজ্ঞানের এনসাইক্লোপিডিয়া। তিনি জ্ঞান জগতের দুইশত শাখার সহ¯্রাধিক গ্রন্থ রচনা করে জ্ঞান পিপাসুদের তৃষ্ণা মিটাতে কৃতার্থ করেছেন। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইমাম আহমদ রেযা কর্ণার স্থাপন করা সময়ের দাবি। বিজ্ঞপ্তি