তাজউদ্দিন ছিলেন একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ

94

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস চর্চায় ব্যক্তিপূজার অন্ধ প্রলয় ঠেলে নির্লোভ, নিরহংকারী, নির্মোহ, নিষ্ঠাবান, মানুষদের খুঁজে বের করা এক কঠিন কাজ। এ লড়াই সাতশত এবং কাজটিও সহজ নয়। আমাদের রাজনৈতিক ইতিহাসে মেধা- প্রজ্ঞা-সততা আর সংগ্রামের মিশেলে এরকম রাজনীতিকদের সংখ্যাও খুব বেশি নয়। বিপরীত স্রোতে চলা লক্ষ্যভেদী তাজউদ্দিন আহমেদ ছিলেন এই বিরলপ্রজ রাজনীতিকদের একজন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত আজ সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ’র ৯৪ তম জন্মদিনের অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার যা মুজিবনগর সরকার নামে পরিচিত। সে সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রজ্ঞা ও কঠোর আত্মপ্রত্যয়ী মনোভাবের কারণেই তাজউদ্দিন আহমদ পরিণত হয়েছিলন একজন আপোষহীন নেতায়। বিশেষ অতিথির ভাষণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু বলেছিলেন শেখ মুজিবের থেকে তার পিছনে ফাইল বহনকারী ব্যক্তিটি (তাজউদ্দিন আহমেদ) একদিন পাকিস্তানের জন্য বড় সমস্যা হয়ে দাড়াবে। ‘ভুট্টুর এ আশক্সক্ষা একদিন সত্যি প্রমাণিত হল।‘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শারীরিকভাবে অনুপস্থিত থাকলেও তাজউদ্দিন আহমদের দুরদর্শী নেতৃত্ব এ প্রবাসী সরকারের অন্য নেতা বঙ্গবন্ধুর সেই অনুপস্থিতির অভাব অপূরণ রাখেন নি। সভাপতির ভাষণে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস বলেন তাজউদ্দিন আহমদের নেতৃত্বের আর এক বড় গুণ হল অনুপস্থিতি নেতা বঙ্গবন্ধুর অবিসংবাদি অবস্থান কখনো খাটো হতে দেন নি। মুক্তিযুদ্ধের সাফল্যের কৃতিত্ব তারতো অনেকখানি পাওনা। তিনি যুদ্ধ পূর্বে ব্যক্তিগত কৃচ্ছের অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই নিলোর্ভ সাদামাঠা জীবনযাপন করতেন বাঙালির এই মহান নেতা।
বাঙালির অবিসংবাদিত মহান জাতীয় এ নেতার ৯৪ তম জন্মদিনে বাঙালি জাতি ও আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাংস্কৃতিক সম্পাদক কবি সজল দাশ’র সঞ্চালনায় অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, জোটের যুগ্ম সম্পাদক মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজ, আইন বিষয়ক সম্পাদক এড. টিপুশীল জয়দেব, সংস্কৃতিকর্মী হানিফুল ইসলাম হানিফ, কিশোর হাবিবুর রহমান, চৌধুরী জসিমুল হক, আবু নাঈম মোহাম্মদ শাহেদ, সজীব দাশ, শ্রাাবণী দে, আফরোজা বেগম শেলী, লাকী আক্তার, পলাশ কুমার দেব, মো ইসমাইল, আবু তৈয়ব, ছিদ্দিকুর রহমান প্রমুখ। জন্মদিনের আলোচনা অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধের অন্যতম সগঠক স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি